শেয়ারবাজার হচ্ছে শিখে বিনিয়োগ করার স্থান। শেয়ারবাজারে যারা নতুন ও যারা পুরাতন আছেন তাদের মাঝে এখন ও ৯৫% লোক শেয়ারবাজার নিয়ে অনেক ধোঁয়াশা আছে। অনেকের বিভিন্ন প্রশ্ন আছে ,যারা অন্যদের প্রশ্ন করেন কিন্তু ঠিকঠাক উত্তর পান না। এই শেয়ার বাজার নিয়ে আমি লাইভে কয়েকটি ক্লাস নিব। যারা ক্লাস করতে আগ্রহী তারা রেজিস্ট্রেশন করে নিতে পারেন।
রেজিস্ট্রেশন ও ক্লাসের জন্য কোনো ফি নেই। (সম্পূর্ন ফ্রি)
ক্লাস ৩ অধ্যায়ে বিভক্ত, তা হলঃ
১। বেসিক স্টক মার্কেট
২। ফান্ডামেন্টাল এনালাইসিস
৩। টেকনিক্যাল এনালাইসিস
বাকি ক্লাসের ডিটেইলস, ক্লাস শুরু হওয়ার আগে ই-মেইল করে জানিয়ে দেওয়া হবে।
আমি একজন Stock Analysts & Advisor। আমি SIBL Securities ltd. -তে কর্মরত আছি। আমি ইনভেস্টমেন্ট ও ব্যবসা নিয়ে খুব আগ্রহী। সেই আগ্রহ থেকেই শেয়ারবাজার সম্পর্কে জানা ,শিখা ও এর সাথে জড়িত হওয়া। অবশেষে প্রফেশন হিসেবে ও স্টকমার্কেটকে বেছে নেওয়া।
আমি প্রায়ই দেখেছি যাদের বিনিয়োগ আছে ,তাদের ৯৫% মানুষ না শেয়ারবাজার সম্পর্কে না জেনে না বুঝেই বিনিয়োগ করে থাকে। বেশিরভাগই দেখা যায় কারো না কারো থেকে শুনে শেয়ার কিনা-বেচা করে। আসলে প্রসেসটা এমন না। প্রসেসটা হচ্ছে শেয়ারবাজার সম্পর্কে শিখা। এটা একটা শেখার জায়গা।
অনেকেই অনেক কথা বলবে, এইখানে শেখার কিছুই নেই। কিন্তু ঐ মানুষ গুলোই অন্যদের আড়ালে শিখতে আসে। তাই আমি শিখানোর জন্যই আসলে এই ক্লাস করানো। যারা সত্যিকার অর্থে শিখতে চান, তাদের জন্য স্বাগতম।
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন